ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে করোনায় আরও ১২ জনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • ২২৯ বার পড়া হয়েছে।

যশোর:

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৬৮৮ জনের নমুনা পরীক্ষায় ২৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৪৫ শতাংশ। নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জন করোনা রোগী ছিলেন। বাকি ৯ জনের উপসর্গ ছিল।

বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৪৯জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১২ হাজার ৩শ ৬৫ জন, সুস্থ হয়েছেন ৭ হাজার ৪শ ৬৯ জন,করোনা পজিটিভ রোগী। মারা গেছে ১৪৫ জন৷

এদিকে, যশোরের পাঁচ পৌরসভা ও নয়টি ইউনিয়নে লকডাউন চলছে। জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধি-নিষেধ এলাকাভিত্তিক থেকে জেলায় সম্প্রসারণ করা হয়েছে। যা কার্যকর করতে প্রশাসন কঠোর অবস্থানে আছে৷

তিনি আরও জানান, জেলায় ওষুধের দোকান ছাড়া সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে দুপুর ১২টা পর্যন্ত। এছাড়াও পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স ছাড়া সব গণপরিবহণ বন্ধ থাকবে।

Tag :

গোপালগঞ্জে নাহিদদের ওপর হামলার নির্দেশদাতা ‘ডেভিল রানী’ হাসিনা: সোহেল তাজ

যশোরে করোনায় আরও ১২ জনের মৃত্যু

Update Time : ০৭:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১

যশোর:

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৬৮৮ জনের নমুনা পরীক্ষায় ২৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৪৫ শতাংশ। নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জন করোনা রোগী ছিলেন। বাকি ৯ জনের উপসর্গ ছিল।

বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৪৯জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১২ হাজার ৩শ ৬৫ জন, সুস্থ হয়েছেন ৭ হাজার ৪শ ৬৯ জন,করোনা পজিটিভ রোগী। মারা গেছে ১৪৫ জন৷

এদিকে, যশোরের পাঁচ পৌরসভা ও নয়টি ইউনিয়নে লকডাউন চলছে। জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধি-নিষেধ এলাকাভিত্তিক থেকে জেলায় সম্প্রসারণ করা হয়েছে। যা কার্যকর করতে প্রশাসন কঠোর অবস্থানে আছে৷

তিনি আরও জানান, জেলায় ওষুধের দোকান ছাড়া সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে দুপুর ১২টা পর্যন্ত। এছাড়াও পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স ছাড়া সব গণপরিবহণ বন্ধ থাকবে।