যশোর:
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৭ জন। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন এবং উপসর্গ নিয়ে মারা যায় ৫ জন।
সোমবার (১২ জুলাই) সকালে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে সোমবার (১২ জুলাই) ভর্তি রয়েছেন ১৬২ জন এবং ইয়েলো জোনে ৬৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রেড-জোনে ভর্তি হয়েছে ৩৮ এবং ইয়েলো জোনে ৩৭ জন।