যশোরঃ
যশোরে করোনায় আক্রান্ত হয়ে বিউটি খাতুন (৩৭) নামে এক নারী মারা গেছেন। তিনি যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। তিনি যশোর শহরতলীর নওদাগ্রামের সাহেব আলীর স্ত্রী।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আরিফ আহমেদ জানান, গত ২৩ মে সকাল সাড়ে আটটার দিকে বিউটি খাতুন হাসপাতালে ভর্তি হন। আগে থেকেই তিনি করোনা পজেটিভ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি মারা যান।