যশোরে কিশোরী ধর্ষণ: ডিএনএ টেস্টে মা-শিশু ঢাকায়
যশোরঃ
যশোরে মনিরামপুরে ধর্ষণের শিকার ১২ বছরের কিশোরীর সন্তানের সঠিক পিতৃপরিচয় জানতে ডিএনএ টেস্ট করতে নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরামপুর থানার এসআই সোমেন দাসের নেতৃত্বে ভিকটিম ও শিশুকে ডিএনএ টেস্ট করতে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
দু’সপ্তাহ আগেই অভিযুক্ত গোলাম কিবরিয়ার ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
এসআই সোমেন দাস জানিয়েছেন, ‘মনিরামপুরে উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সহকারী কর্মকর্তা গোলাম কিবরিয়ার বাড়িতে কাজের মেয়ে হিসেবে থাকতো ওই কিশোরী। তিনি বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। ওই কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর বিষয়টি ফাঁস হয়। তখন পরিবার এনজিও কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মামলা করার পর পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠান।’
‘তবে গোলাম কিবরিয়া পুলিশের কাছে দাবি করেছেন ওই সন্তান তার না। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। যে কারণে, দু’সপ্তাহে আগে অভিযুক্তের ডিএনএ টেস্টে করানো হয়েছে।’
এসআই সোমেন আরো জানান, ‘অভিযুক্ত ও তার সন্তানের ডিএনএ রিপোর্ট পাওয়ার পর মামলার চুড়ান্ত প্রতিবেদন আদালতে পাঠানো হবে।’