যশোরে খালুর দুই চোখে উপর্যুপরি আঘাত করে এক যুবক পালিয়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর শহরের বকচর করিম পেট্রলপাম্প এলাকায় এ ঘটনা ঘটেছে। হামলার শিকার শহিদুল ইসলাম (৬০) বকচর করিম পাম্প কবরস্থান রোড এলাকার বাসিন্দা। হামলাকারী সাদ্দাম (৩০) ভুক্তভোগীর ভায়রা শাহ জামালের ছেলে। শহিদুলকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শহিদুলের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শহিদুল কৃষিকাজ করেন। আর হামলাকারী সাদ্দাম হোসেন ট্রাকচালক ও মাদকাসক্ত। গতকাল রাতে সাদ্দাম আকস্মিকভাবে ধারালো অস্ত্র দিয়ে শহিদুলের দুই চোখে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
শহিদুলের মেয়ে মারুফা বলেন, তাঁর বাবা ও প্রতিবেশী তৌহিদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ কারণে বিভিন্ন সময়ে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছিল। মারুফার দাবি, তৌহিদের সঙ্গে সাদ্দামের সখ্য রয়েছে। তৌহিদের পরিকল্পনায় সাদ্দাম তাঁর বাবার ওপর হামলা চালিয়েছেন। তিনি তাঁদের দুজনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীকে ধরার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সবুজদেশ/এসইউ
সবুজদেশ ডেস্ক: 



















