ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী ডলার

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে।

 

যশোরের শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম হোসেন ডলারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।মঙ্গলবার (২৪ জুন) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ। গ্রেফতার ডলার যশোর সদর উপজেলার ষষ্ঠীতলার বাচ্চু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ২৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তিনি ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।

ডিবি সূত্রে জানা যায়, যশোরের শীর্ষ সন্ত্রাসী ডলার সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে রেলগেট এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজেশ কুমার দাশ, এসআই কামাল হোসেন, এএসআই নির্মল কুমার ঘোষসহ ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভুইয়া জানান, গ্রেফতার ডলার এলাকায় সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১টি খুন, ৬টি অস্ত্র, ৬টি বিস্ফোরক, ৮টি মাদক, ২টি দ্রুত বিচার আইনসহ ২৪টি মামলা রয়েছে। এরমধ্যে ৫টি মামলায় পলাতক ছিলেন ডলার। তাকে আজ (মঙ্গলবার) আদালতে সোপর্দ করা হয়েছে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

যশোরে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী ডলার

Update Time : ০৯:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

 

যশোরের শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম হোসেন ডলারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।মঙ্গলবার (২৪ জুন) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ। গ্রেফতার ডলার যশোর সদর উপজেলার ষষ্ঠীতলার বাচ্চু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ২৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তিনি ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।

ডিবি সূত্রে জানা যায়, যশোরের শীর্ষ সন্ত্রাসী ডলার সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে রেলগেট এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজেশ কুমার দাশ, এসআই কামাল হোসেন, এএসআই নির্মল কুমার ঘোষসহ ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভুইয়া জানান, গ্রেফতার ডলার এলাকায় সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১টি খুন, ৬টি অস্ত্র, ৬টি বিস্ফোরক, ৮টি মাদক, ২টি দ্রুত বিচার আইনসহ ২৪টি মামলা রয়েছে। এরমধ্যে ৫টি মামলায় পলাতক ছিলেন ডলার। তাকে আজ (মঙ্গলবার) আদালতে সোপর্দ করা হয়েছে।

সবুজদেশ/এসইউ