যশোরঃ
যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী শিকারপুর এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। এ সময় গাঁজা পাচারের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইকও জব্দ করা হয়।
রোববার (২০ জুন) ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে ফারুক হোসেন (২৭) এবং একই থানার ধান্যখোলা গ্রামের মৃত ওসমান আলী বিশ্বাসের ছেলে শুকুর আলী বিশ্বাস (৩৫)।
গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এজাজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিকারপুর এলাকায় ইজিবাইকে করে গাঁজার চালানের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইজিবাইক তল্লাশি করে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
সবুজদেশ/এসইউ
Reporter Name 


















