ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু, গ্রেপ্তার ৪

 

যশোরের শার্শায় প্রকাশ্যে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে আহত এক ব্যবসায়ী দুইদিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা গেছেন। এ ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যশোর সদর হাসপাতালে ৪২ বছর বয়সী আব্দুর রশিদ রোকনের মৃত্যু হয়।

রোকন উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাগআঁচড়া বাজারের মসজিদ মার্কেটে রুহুল আমিনের মালিকানাধীন ‘মণ্ডল ট্রেডার্সের’ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

রোকনের মৃত্যুর বিষয়টি ‘মণ্ডল ট্রেডার্সের’ মালিক রুহুল আমিন এবং শার্শা থানার এসআই উজ্জ্বল হোসেন নিশ্চিত করেছেন।

‘নারিশ ফিড লিমিটেড’ এর ডিলার হিসেবে ‘মণ্ডল ট্রেডার্স’ বিভিন্ন স্থানে মালামাল সরবরাহ করে।
গ্রেপ্তররা হলেন- ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের হৃদয় হোসেন (২৪), একই গ্রামের তরিকুল ইসলাম (২৮), চান্দেরপোল গ্রামের ফয়সাল হোসেন (২০) ও ইসলামপুর গ্রামের রাব্বেল হোসেন রাব্বি (২১)।

এ ঘটনায় মন্ডল ট্রেডার্সের মালিক রুহুল আমিন বাদি হয়ে শার্শা থানায় বুধবার একটি মামলা করেন বলে শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম জানান।

মামলার বরাতে তিনি বলেন, আব্দুর রশিদ রোকন বুধবার বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশী মাঠপাড়ার তরিকুল ইসলামের বাড়ির সামনে ছিনতাইকারীরা ধারালো হাসুয়া দিয়ে রোকনের বাম হাতের বাহুতে কোপ দিয়ে তাকে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। পরে তার ব্যাগে থাকা ৮ লাখ ৫৫ হাজার টাকা নিয়ে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ৮ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সবুজদেশ/এসইউ

Tag :
About Author Information

যশোরে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু, গ্রেপ্তার ৪

Update Time : ০১:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

 

যশোরের শার্শায় প্রকাশ্যে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে আহত এক ব্যবসায়ী দুইদিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা গেছেন। এ ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যশোর সদর হাসপাতালে ৪২ বছর বয়সী আব্দুর রশিদ রোকনের মৃত্যু হয়।

রোকন উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাগআঁচড়া বাজারের মসজিদ মার্কেটে রুহুল আমিনের মালিকানাধীন ‘মণ্ডল ট্রেডার্সের’ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

রোকনের মৃত্যুর বিষয়টি ‘মণ্ডল ট্রেডার্সের’ মালিক রুহুল আমিন এবং শার্শা থানার এসআই উজ্জ্বল হোসেন নিশ্চিত করেছেন।

‘নারিশ ফিড লিমিটেড’ এর ডিলার হিসেবে ‘মণ্ডল ট্রেডার্স’ বিভিন্ন স্থানে মালামাল সরবরাহ করে।
গ্রেপ্তররা হলেন- ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের হৃদয় হোসেন (২৪), একই গ্রামের তরিকুল ইসলাম (২৮), চান্দেরপোল গ্রামের ফয়সাল হোসেন (২০) ও ইসলামপুর গ্রামের রাব্বেল হোসেন রাব্বি (২১)।

এ ঘটনায় মন্ডল ট্রেডার্সের মালিক রুহুল আমিন বাদি হয়ে শার্শা থানায় বুধবার একটি মামলা করেন বলে শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম জানান।

মামলার বরাতে তিনি বলেন, আব্দুর রশিদ রোকন বুধবার বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশী মাঠপাড়ার তরিকুল ইসলামের বাড়ির সামনে ছিনতাইকারীরা ধারালো হাসুয়া দিয়ে রোকনের বাম হাতের বাহুতে কোপ দিয়ে তাকে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। পরে তার ব্যাগে থাকা ৮ লাখ ৫৫ হাজার টাকা নিয়ে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ৮ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সবুজদেশ/এসইউ