যশোরে ছুরি মেরে রিকশাচালককে হত্যা, ‘ঘাতক’ আটক
যশোরঃ
যশোরে আব্দুল কাদের (৫০) নামে এক রিকশাচালক দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এই ঘটনায় শরিফ গাজি (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক শরিফ মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শরিফ শহরের আশ্রম রোডের জাহিদ মিয়ার বাড়ির ভাড়াটে।
নিহত রিকশাচালক সদর উপজেলার রূপদিয়া বলরামপুর গ্রামের মৃত নুর মো. সরদারের ছেলে।
নিহতের নাতি শিমুল হোসেন অভিযোগ করে বলেন, তার নানা আব্দুল কাদের সোমবার বিকেলে এক যাত্রীকে নিয়ে যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চি গিয়েছিলেন। ওই সময় কাদেরের পেটের দুই পাশে ছুরি মেরে তাকে মাটিতে ফেলে রিকশা নিয়ে পালিয়ে যায় ওই যাত্রীবেশী ওই দুর্বৃত্ত। স্থানীয়রা আহতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাতেই তার শরীরে অস্ত্রোপচার করা হয়। মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এঘটনায় থানায় নিয়মিত মামলা (২৬/০৯.০৩.২০) হয়েছে। ছিনতাই হওয়া রিকশাটিও উদ্ধার করা হয়েছে।
‘শরিফ গাজি নামে একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। সে আদালতে ১৬৪ ধারায় খুনের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে,’ বলেন ওসি।