যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক ও হেলপারের মৃত্যু
যশোরঃ
যশোরের সদর উপজেলায় ঘন কুয়াশার মধ্যে লেভেল ক্রসিংয়ে উঠে পড়া একটি ট্রাকে ট্রেনের ধাক্কায় দুইজন মারা গেছেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চুড়ামনকাটি লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা দুজন হলেন, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারী এলাকার বাসিন্দা পারভেজ (৫৩) ও তার সহকারী একই জেলার মহেশপুর উপজেলার আজমপুর এলাকার বাসিন্দা নাজমুল (৩৮)।
যশোর রেল পুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন , যশোর থেকে ভুষিবোঝাই একটি ট্রাক চৌগাছার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে চুড়ামনকাটি লেভেল ক্রসিংয়ে উঠে পড়লে খুলনাগামী রকেট মেইলের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। বিকট শব্দ শুনে গেটম্যান সজল ও স্থানীয় বাসিন্দারা গিয়ে ট্রাকচালক ও হেলপারের মরদেহ দেখতে পায়।
শহিদুল আরও বলেন , স্থানীয়দের মাধ্যমে তথ্য পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।’
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান ঘুমিয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন গেটম্যান সজল। তিনি বলেন , ট্রাকচালক সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে শহিদুল ইসলাম বলেন , বিষয়টি খতিয়ে দেখা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সবুজদেশ /এসইউ