ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে ডেঙ্গুতে একজনের মৃত্যু

Reporter Name

যশোরঃ

যশোরের চৌগাছায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবদুল ওয়াদুদ (৪৫) নামে একজন মারা গেছেন।

শনিবার সকালে উপজেলার বাঘারদাড়ি গ্রামের তিনি নিজ বাড়িতে মারা যান। আবদুল ওয়াদুদ ওই গ্রামের মৃত সদর আলীর ছেলে।

জানা যায়, গত ২৪ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চৌগাছা হাসপাতালে ভর্তি হন আবদুল ওয়াদুদ। এখানে তার স্বাস্থ্যের অবনতি ঘটলে ২৬ আগস্ট যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

ওয়াদুদের ছোট ভাই ইমদাদুল হক বলেন, যশোর হাসপাতালে তার রক্তের প্লাটিনা সর্বনিম্নে নেমে যাওয়ায় তাকে ঢাকাতে রেফার করেন। ঢাকাতে কিছুদিন চিকিৎসা নেয়ার পর ওয়াদুদ অনেকটাই সুস্থ হয়ে ওঠেন এবং তাকে বাড়িতে আনা হয়। কিন্তু বাড়িতে আসার দুই দিন পরে প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্টের কারণে তাকে দ্রুত যশোর কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। কুইন্স হাসপাতালের চিকিৎসকদের পরমর্শে পুনরায় তাকে ঢাকাতে নিয়ে আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো বলেন, শুক্রবার সন্ধ্যায় তার স্বাস্থ্যের চরম অবনতি ঘটে। এসময় চিকিৎসকরা বলেন, তাকে আইসিইউতে নিতে হবে। কিন্তু আমরা সেখানে না নিয়ে অ্যাম্বুলেন্স করে বাড়িতে ফিরিয়ে আনি। শনিবার সকালে তিনি মারা যান।

চৌগাছায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এটিই প্রথম কোনো রোগী মারা গেলেন বলে জানা গেছে।

About Author Information
আপডেট সময় : ০৮:৫৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯
২৭২ Time View

যশোরে ডেঙ্গুতে একজনের মৃত্যু

আপডেট সময় : ০৮:৫৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯

যশোরঃ

যশোরের চৌগাছায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবদুল ওয়াদুদ (৪৫) নামে একজন মারা গেছেন।

শনিবার সকালে উপজেলার বাঘারদাড়ি গ্রামের তিনি নিজ বাড়িতে মারা যান। আবদুল ওয়াদুদ ওই গ্রামের মৃত সদর আলীর ছেলে।

জানা যায়, গত ২৪ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চৌগাছা হাসপাতালে ভর্তি হন আবদুল ওয়াদুদ। এখানে তার স্বাস্থ্যের অবনতি ঘটলে ২৬ আগস্ট যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

ওয়াদুদের ছোট ভাই ইমদাদুল হক বলেন, যশোর হাসপাতালে তার রক্তের প্লাটিনা সর্বনিম্নে নেমে যাওয়ায় তাকে ঢাকাতে রেফার করেন। ঢাকাতে কিছুদিন চিকিৎসা নেয়ার পর ওয়াদুদ অনেকটাই সুস্থ হয়ে ওঠেন এবং তাকে বাড়িতে আনা হয়। কিন্তু বাড়িতে আসার দুই দিন পরে প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্টের কারণে তাকে দ্রুত যশোর কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। কুইন্স হাসপাতালের চিকিৎসকদের পরমর্শে পুনরায় তাকে ঢাকাতে নিয়ে আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো বলেন, শুক্রবার সন্ধ্যায় তার স্বাস্থ্যের চরম অবনতি ঘটে। এসময় চিকিৎসকরা বলেন, তাকে আইসিইউতে নিতে হবে। কিন্তু আমরা সেখানে না নিয়ে অ্যাম্বুলেন্স করে বাড়িতে ফিরিয়ে আনি। শনিবার সকালে তিনি মারা যান।

চৌগাছায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এটিই প্রথম কোনো রোগী মারা গেলেন বলে জানা গেছে।