ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে তরুণীসহ ছাত্রলীগ নেতা আটক

Reporter Name

যশোরঃ

যশোরের মণিরামপুরে তরুণীসহ হাবিবুর রহমান দীপ নামে এক ছাত্রলীগ নেতা আটক হয়েছেন।

বুধবার দুপুরে থানার এসআই জহির রায়হানসহ ফোর্স নিয়ে পৌর এলাকার পোস্ট অফিসপাড়ার একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করেন।

দীপ কুয়াদা জামজামি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি মণিরামপুর কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক। আর মেয়েটি ঢাকার একটি বেসরকারি কলেজের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তার বাবা-মা মণিরামপুরে পৃথক দুটি কলেজে অধ্যাপনা করেন। মণিরামপুরের হাকোবা এলাকায় ভাড়া বাসায় থাকেন তারা। দীপের সঙ্গে মেয়েটির প্রেমজ সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন সূত্র বলছে। তারা দুইজন এখন থানা হেফাজতে রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ওই দুই তরুণ-তরুণীকে নিয়ে এর আগেও কয়েকবার এলাকায় গুঞ্জন রটেছে।

মেয়েটির মা দাবি করেন, ‘আজ (বুধবার) তার অনলাইনে পরীক্ষা ছিল। সে কাগজপত্র ফটোকপি করার কথা বলে দুপুরে বাসা থেকে বের হয়েছে। এর কিছুক্ষণ পরে এই খবর শুনি।’

মণিরামপুর থানার এসআই জহির রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় মামলা হবে। তবে মেয়েটি দীপের বিরুদ্ধে কোনো অভিযোগ করছে না বলে জানান এসআই জহির।

মণিরামপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদ বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। এই ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। সে (দীপ) দায়ী হলে তার ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।’

About Author Information
আপডেট সময় : ০৫:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
৭১০ Time View

যশোরে তরুণীসহ ছাত্রলীগ নেতা আটক

আপডেট সময় : ০৫:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০

যশোরঃ

যশোরের মণিরামপুরে তরুণীসহ হাবিবুর রহমান দীপ নামে এক ছাত্রলীগ নেতা আটক হয়েছেন।

বুধবার দুপুরে থানার এসআই জহির রায়হানসহ ফোর্স নিয়ে পৌর এলাকার পোস্ট অফিসপাড়ার একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করেন।

দীপ কুয়াদা জামজামি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি মণিরামপুর কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক। আর মেয়েটি ঢাকার একটি বেসরকারি কলেজের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তার বাবা-মা মণিরামপুরে পৃথক দুটি কলেজে অধ্যাপনা করেন। মণিরামপুরের হাকোবা এলাকায় ভাড়া বাসায় থাকেন তারা। দীপের সঙ্গে মেয়েটির প্রেমজ সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন সূত্র বলছে। তারা দুইজন এখন থানা হেফাজতে রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ওই দুই তরুণ-তরুণীকে নিয়ে এর আগেও কয়েকবার এলাকায় গুঞ্জন রটেছে।

মেয়েটির মা দাবি করেন, ‘আজ (বুধবার) তার অনলাইনে পরীক্ষা ছিল। সে কাগজপত্র ফটোকপি করার কথা বলে দুপুরে বাসা থেকে বের হয়েছে। এর কিছুক্ষণ পরে এই খবর শুনি।’

মণিরামপুর থানার এসআই জহির রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় মামলা হবে। তবে মেয়েটি দীপের বিরুদ্ধে কোনো অভিযোগ করছে না বলে জানান এসআই জহির।

মণিরামপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদ বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। এই ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। সে (দীপ) দায়ী হলে তার ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।’