যশোরে ত্রি-চক্রযানের বৈধতা ও রুট নির্ধারণের দাবিতে স্মারকলিপি প্রদান
যশোর প্রতিনিধিঃ
যশোরে নসিমন, করিমন, আলমসাধু ও যন্ত্রচালিত ত্রি-চক্রযানের বৈধতা ও রুট নির্ধারণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২ টায় বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দরা স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে নেতৃবৃন্দরা জানান, নসিমন, করিমন, আলমসাধু ও যন্ত্রচালিত ত্রি-চক্রযান কয়েক লাখ যুবক কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। দেশের অর্থনীতিতে এসব যানের যথেষ্ট ভুমিকা রয়েছে। এসব যানের জন্য রুট নির্ধারণ, বুয়েটের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে বৈধতা প্রদান, মহাসড়কের পাশে বাইলেন নির্মাণ ও চালকদের হয়রানি বন্ধ করার দাবি জানান নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, বাসদ (মার্কসবাদ) জেলা সমন্বয়ক হাসিনুর রহমান, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিমুর রহমান, বাসদের জেলা সমান্বয়ক শাহাজান আলী ও গণসংহতির সম্পাদক মামুন হোসেন।