ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে দুই ঘের ব্যবসায়ী গুলিবিদ্ধ

Reporter Name

যশোরঃ

যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী মনিরুল ইসলাম মনির (৩৫) ও তার শ্যালক জাহিদুল ইসলাম (২৪) নামে দুইজন গুরুতর আহত হয়েছেন। প্রথমে তাদের মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত দেড়টার দিকে মণিরামপুর উপজেলার হরিদাশকাঠি ইউনিয়নের শ্রীপুর গ্রামে সম্বলডাঙ্গা বিলের মধ্যে তারা গুলিবিদ্ধ হন। আহত মনিরুল ইসলাম মনির ও জাহিদুল ইসলাম শ্রীপুর গ্রামের বাসিন্দা।

আহত মনিরুলের ভাই আক্তার হোসেন বলেন, ‘মনিরুল ও শ্যালক জাহিদুল শুক্রবার রাত দেড়টার দিকে ঘেরের পানি সেচ দিতে গিয়েছিলেন। এ সময় দুর্বৃত্তরা শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি করে। এতে তারা গুলিবিদ্ধ হলে প্রথমে তাদের উদ্ধার করে প্রথমে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তার তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার করে দেন।’

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার ফিরোজ মাহমুদ বলেছেন, শর্টগানের গুলি পেটে গলায় ও মাথায় আঘাত করেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘শর্টগানের গুলিতে দুজন আহত হওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

About Author Information
আপডেট সময় : ০১:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
৩৪০ Time View

যশোরে দুই ঘের ব্যবসায়ী গুলিবিদ্ধ

আপডেট সময় : ০১:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০

যশোরঃ

যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী মনিরুল ইসলাম মনির (৩৫) ও তার শ্যালক জাহিদুল ইসলাম (২৪) নামে দুইজন গুরুতর আহত হয়েছেন। প্রথমে তাদের মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত দেড়টার দিকে মণিরামপুর উপজেলার হরিদাশকাঠি ইউনিয়নের শ্রীপুর গ্রামে সম্বলডাঙ্গা বিলের মধ্যে তারা গুলিবিদ্ধ হন। আহত মনিরুল ইসলাম মনির ও জাহিদুল ইসলাম শ্রীপুর গ্রামের বাসিন্দা।

আহত মনিরুলের ভাই আক্তার হোসেন বলেন, ‘মনিরুল ও শ্যালক জাহিদুল শুক্রবার রাত দেড়টার দিকে ঘেরের পানি সেচ দিতে গিয়েছিলেন। এ সময় দুর্বৃত্তরা শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি করে। এতে তারা গুলিবিদ্ধ হলে প্রথমে তাদের উদ্ধার করে প্রথমে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তার তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার করে দেন।’

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার ফিরোজ মাহমুদ বলেছেন, শর্টগানের গুলি পেটে গলায় ও মাথায় আঘাত করেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘শর্টগানের গুলিতে দুজন আহত হওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’