ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাওনা টাকা চাওয়ায় ১ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৪:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

 

যশোরে পাওনা টাকা চাওয়ায় আবু বক্কার (৫৩) নামে ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ফরিদপুর গ্রামে তাকে হত্যা করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত নির্মল কুমার (৪৫) ও তার স্ত্রী পলাতক রয়েছেন।

নিহত আবু বক্কার ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য বাবু গাজী জানান, আবু বক্কার কিছু দিন আগে নির্মল কুমারের কাছে বাকিতে মুরগি বিক্রি করেন। আজ মঙ্গলবার (২২ জুলাই) বাকি টাকা চাইতে গেলে নির্মল কুমার ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। প্রতিবেশীরা আহত অবস্থায় আবু বক্কারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনার পর অভিযুক্ত স্বামী ও স্ত্রী পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

সবুজদেশ/এসএএস

Tag :

ঝিনাইদহে চাতাল শ্রমিককে আটকে রেখে হত্যার অভিযোগ

পাওনা টাকা চাওয়ায় ১ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

Update Time : ০৪:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

 

যশোরে পাওনা টাকা চাওয়ায় আবু বক্কার (৫৩) নামে ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ফরিদপুর গ্রামে তাকে হত্যা করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত নির্মল কুমার (৪৫) ও তার স্ত্রী পলাতক রয়েছেন।

নিহত আবু বক্কার ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য বাবু গাজী জানান, আবু বক্কার কিছু দিন আগে নির্মল কুমারের কাছে বাকিতে মুরগি বিক্রি করেন। আজ মঙ্গলবার (২২ জুলাই) বাকি টাকা চাইতে গেলে নির্মল কুমার ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। প্রতিবেশীরা আহত অবস্থায় আবু বক্কারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনার পর অভিযুক্ত স্বামী ও স্ত্রী পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

সবুজদেশ/এসএএস