ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে পিস্তলসহ সন্ত্রাসী আটক

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে।

 

যশোরের ঝিকরগাছায় বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। রোববার (৬ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মো. রয়েল (৩২) ওই গ্রামের শুকুর আলীর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়াড়া চাতালপাড়া এলাকায় রয়েলের বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় দোচালা টিনশেড ঘরের পশ্চিম পাশের কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করলে কোমরে থাকা একটি সচল বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়।

ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, আটক রয়েল দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তাকে অস্ত্র ও ম্যাগাজিনসহ আটক করেছে পুলিশ। অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে। রয়েলের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সবুজদেশ/এসইউ

প্রেমের ফাঁদে তরুণীর আপত্তিকর ছবি ধারণ করে ৩০ লাখ টাকা চাঁদা দাবি, কালীগঞ্জের যুবক আটক

যশোরে পিস্তলসহ সন্ত্রাসী আটক

Update Time : ০৯:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

যশোরের ঝিকরগাছায় বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। রোববার (৬ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মো. রয়েল (৩২) ওই গ্রামের শুকুর আলীর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়াড়া চাতালপাড়া এলাকায় রয়েলের বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় দোচালা টিনশেড ঘরের পশ্চিম পাশের কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করলে কোমরে থাকা একটি সচল বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়।

ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, আটক রয়েল দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তাকে অস্ত্র ও ম্যাগাজিনসহ আটক করেছে পুলিশ। অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে। রয়েলের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সবুজদেশ/এসইউ