ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সবুজদেশ ডেস্ক:

ফাইল ছবি-

 

যশোরের ঝিকরগাছায় পৃথক ২টি মাটিবাহী ইটভাটার ট্রাক্টর কেড়ে নিলো একজন জুয়েলারীশিল্পী ও হাওয়াই মিঠাই ফেরীওয়ালার প্রাণ।

মর্মান্তিক ঘটনাটি ঘটে, বুধবার (২২ জানুয়ারি) সকালে ঝিকরগাছা-হাজিরবাগ সড়কের আইডিয়াল গালর্স স্কুলের সামনে ও অপরটি বাঁকড়া মাঠশিয়া সড়কে।

এই ঘটনায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মেধাবি শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন ঝিকরগাছার বাঁকড়া সোনাকুড় গ্রামের সুধাংশ রায়ের ছেলে প্রান্ত (১৯) ও কলারোয়া উপজেলার পাকুরিয়া গ্রামের মৃত গোলামের ছেলে মোঃ হামিদুর (৬৫)। গুরুতর আহত সোনাকুড় গ্রামের সুকান্ত রায়ের মেয়ে সুসমিতা রায় (১৩)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি বহনকারী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক প্রান্ত ঘটনাস্থলেই মারা যায় তার সাথে থাকা মামাতো বোন গুরুতর জখম হলে মুমূর্ষু অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখনও আশংকামুক্ত নয় বলে তার স্বজনরা জানিয়েছেন।

অপর ঘটনাটি ঘটে, বাঁকড়ার দরগাহডিঙ্গি ভায়া মাঠসিয়া সড়কে। দুর্ঘটনায় মাটিবাহী ট্রাক্টর বাইসাইকেলে হাওয়ায় মিঠাই ফেরীওয়ালা হামিদুরকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।

বাঁকড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মামুনুর রশীদ বলেন, নিহতের উভয় পরিবার অভিযোগ না করায় লাশ স্বজনদের কাছে হস্ততান্তর করা হয়েছে।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ০৪:২৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
১১ Time View

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় : ০৪:২৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

 

যশোরের ঝিকরগাছায় পৃথক ২টি মাটিবাহী ইটভাটার ট্রাক্টর কেড়ে নিলো একজন জুয়েলারীশিল্পী ও হাওয়াই মিঠাই ফেরীওয়ালার প্রাণ।

মর্মান্তিক ঘটনাটি ঘটে, বুধবার (২২ জানুয়ারি) সকালে ঝিকরগাছা-হাজিরবাগ সড়কের আইডিয়াল গালর্স স্কুলের সামনে ও অপরটি বাঁকড়া মাঠশিয়া সড়কে।

এই ঘটনায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মেধাবি শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন ঝিকরগাছার বাঁকড়া সোনাকুড় গ্রামের সুধাংশ রায়ের ছেলে প্রান্ত (১৯) ও কলারোয়া উপজেলার পাকুরিয়া গ্রামের মৃত গোলামের ছেলে মোঃ হামিদুর (৬৫)। গুরুতর আহত সোনাকুড় গ্রামের সুকান্ত রায়ের মেয়ে সুসমিতা রায় (১৩)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি বহনকারী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক প্রান্ত ঘটনাস্থলেই মারা যায় তার সাথে থাকা মামাতো বোন গুরুতর জখম হলে মুমূর্ষু অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখনও আশংকামুক্ত নয় বলে তার স্বজনরা জানিয়েছেন।

অপর ঘটনাটি ঘটে, বাঁকড়ার দরগাহডিঙ্গি ভায়া মাঠসিয়া সড়কে। দুর্ঘটনায় মাটিবাহী ট্রাক্টর বাইসাইকেলে হাওয়ায় মিঠাই ফেরীওয়ালা হামিদুরকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।

বাঁকড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মামুনুর রশীদ বলেন, নিহতের উভয় পরিবার অভিযোগ না করায় লাশ স্বজনদের কাছে হস্ততান্তর করা হয়েছে।

সবুজদেশ/এসইউ