ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে প্রতিবেশীর হামলায় নারী-শিশুসহ আহত ৪

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৬:১৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে।

 

যশোরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় নারী-শিশুসহ ৪ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আলমনগর গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুই জন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা লাবনী খাতুন (২৮), সোনালী খাতুন (৩০), রোজিনা খাতুন (৪৫) ও রোহানী (১২) নামের এক শিশু।

এ ঘটনায় আহতদের স্বজন ইকবাল হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত এসব তথ্য নিশ্চিত করেছেন।

লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেছেন, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিবেশী ফিরোজ আহমেদ, গোলাম মোস্তফা, মাসুম বিল্লাহ, ফয়সাল, ফারুকসহ আরো কয়েকজন শাবল ও লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে। হামলায় নারী-শিশুসহ ৪ জন আহত হয়েছে। এছাড়া, হামলাকারীরা তিন নারীর পড়নে থানা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় এবং ঘরে থাকা ৫ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

সবুজদেশ/এসএএস

Tag :

যশোরে প্রতিবেশীর হামলায় নারী-শিশুসহ আহত ৪

Update Time : ০৬:১৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

 

যশোরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় নারী-শিশুসহ ৪ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আলমনগর গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুই জন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা লাবনী খাতুন (২৮), সোনালী খাতুন (৩০), রোজিনা খাতুন (৪৫) ও রোহানী (১২) নামের এক শিশু।

এ ঘটনায় আহতদের স্বজন ইকবাল হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত এসব তথ্য নিশ্চিত করেছেন।

লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেছেন, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিবেশী ফিরোজ আহমেদ, গোলাম মোস্তফা, মাসুম বিল্লাহ, ফয়সাল, ফারুকসহ আরো কয়েকজন শাবল ও লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে। হামলায় নারী-শিশুসহ ৪ জন আহত হয়েছে। এছাড়া, হামলাকারীরা তিন নারীর পড়নে থানা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় এবং ঘরে থাকা ৫ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

সবুজদেশ/এসএএস