ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে প্রবাসীদের বাড়িতে লাল পতাকা

Reporter Name

যশোর প্রতিনিধিঃ

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ও সচেতনতা বাড়াতে যশোরে প্রবাসীদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিচ্ছে জেলা প্রশাসন। (২৩ মার্চ) সোমাবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।

জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে, যশোরে গত ১৮ ফেব্রæয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত বিদেশ থেকে এসেছেন ২৩ হাজার ৩৯৪ জন। এর মধ্যে কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ১০৮ জন। এর মধ্যে অভয়নগরে ৪১ জন, বাঘারপাড়ায় ১২, চৌগাছায় ২৭, যশোর সদরে ৬৭৬, ঝিকরগাছায় ৮২, কেশবপুরে ২২, মণিরামপুরে ৪১ এবং শার্শায় ২০৭ জন রয়েছেন। এই সময়কালে ১৬ জনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে। এদের মধ্যে নয়জন চৌগাছার, সাতজন অভয়নগরের।তারা সবাই সুস্থ্য রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, যাদের তত্ত¡াবধানে রেখেছি তাদের প্রত্যেকের কাছে আমাদের ফোন নাম্বার আছে। তাদের ফোন নাম্বারও আমাদের কাছে আছে। স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন সকাল-বিকেল তাদের খোঁজ নিচ্ছেন। হোম কোয়ারেন্টাইনে কী কী নিয়ম পালন করতে হবে, তাদের সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, লাল পতাকা লাগানো বাড়িতে কেউ যেন যাতায়াত না করেন এবং প্রবাসীরাও যেন বাড়ি থেকে বের না হন, সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। প্রতিটি সরকারি অফিসে হাত ধোয়ার জন্য কর্নার করা হয়েছে। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকী কার্যক্রম জোরদার করা হয়েছে।

Tag :

About Author Information
Update Time : ০৮:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
২৯০ Time View

যশোরে প্রবাসীদের বাড়িতে লাল পতাকা

Update Time : ০৮:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০

যশোর প্রতিনিধিঃ

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ও সচেতনতা বাড়াতে যশোরে প্রবাসীদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিচ্ছে জেলা প্রশাসন। (২৩ মার্চ) সোমাবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।

জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে, যশোরে গত ১৮ ফেব্রæয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত বিদেশ থেকে এসেছেন ২৩ হাজার ৩৯৪ জন। এর মধ্যে কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ১০৮ জন। এর মধ্যে অভয়নগরে ৪১ জন, বাঘারপাড়ায় ১২, চৌগাছায় ২৭, যশোর সদরে ৬৭৬, ঝিকরগাছায় ৮২, কেশবপুরে ২২, মণিরামপুরে ৪১ এবং শার্শায় ২০৭ জন রয়েছেন। এই সময়কালে ১৬ জনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে। এদের মধ্যে নয়জন চৌগাছার, সাতজন অভয়নগরের।তারা সবাই সুস্থ্য রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, যাদের তত্ত¡াবধানে রেখেছি তাদের প্রত্যেকের কাছে আমাদের ফোন নাম্বার আছে। তাদের ফোন নাম্বারও আমাদের কাছে আছে। স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন সকাল-বিকেল তাদের খোঁজ নিচ্ছেন। হোম কোয়ারেন্টাইনে কী কী নিয়ম পালন করতে হবে, তাদের সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, লাল পতাকা লাগানো বাড়িতে কেউ যেন যাতায়াত না করেন এবং প্রবাসীরাও যেন বাড়ি থেকে বের না হন, সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। প্রতিটি সরকারি অফিসে হাত ধোয়ার জন্য কর্নার করা হয়েছে। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকী কার্যক্রম জোরদার করা হয়েছে।