যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন
যশোরঃ
যশোরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল (বালক-বালিকা) টুর্নামেন্টের উদ্ধোধন হয়েছে।
রবিবার বিকালে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্ধোধন করেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ।
যশোর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেডিএস এর সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহামুদ হাসান বিপু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খয়রাত হোসেন।
দিনের একমাত্র খেলায় হৈবতপুর ইউনিয়নকে ৪-১ গোলে পরাজিত করে শুভ সূচনা করে চুরামনকাটির ইউনিয়ন।