যশোরঃ
যশোরের শার্শা উপজেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলীসহ তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান।
আটককৃতরা হলেন- ভবেরবেড় গ্রামের একাধিক মামলার আসামি শফি মোড়লের ছেলে মোহাম্মাদ আলী (৩৮), জানে আলমের ছেলে মো. মঞ্জু (৩৪) ও আব্দুল হকের ছেলে মশিয়ার রহমান (৩৬)।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় নগদ ৩৭ হাজার ১০০ টাকা, দুই জোড়া তাস, একটি টর্চ লাইট, একটি পাতার পাটি ও একটি খাতাসহ তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।
Reporter Name 











