ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত

  • Reporter Name
  • Update Time : ১০:১৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • ১৮১ বার পড়া হয়েছে।

যশোরঃ

যশোর সদর উপজেলার যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় বাসচাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের পাঁচজনসহ সাতজন নিহত হয়েছেন।

শুক্রবার (৭ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার থেকে অটোরিকশায় করে কয়েকজন যশোরে যাচ্ছিল। যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মুছাসহ (২০) সাত যাত্রী নিহত হন। এ ছাড়া আরও কয়েকজন আহত হন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বেলাল হোসাইন বলেন, লেবুতলায় যাত্রীবাহী বাসচাপায় ইজিবাইকে থাকা ছয়জন নিহত হয়েছেন। মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয়

যশোরে বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত

Update Time : ১০:১৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩

যশোরঃ

যশোর সদর উপজেলার যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় বাসচাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের পাঁচজনসহ সাতজন নিহত হয়েছেন।

শুক্রবার (৭ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার থেকে অটোরিকশায় করে কয়েকজন যশোরে যাচ্ছিল। যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মুছাসহ (২০) সাত যাত্রী নিহত হন। এ ছাড়া আরও কয়েকজন আহত হন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বেলাল হোসাইন বলেন, লেবুতলায় যাত্রীবাহী বাসচাপায় ইজিবাইকে থাকা ছয়জন নিহত হয়েছেন। মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।