ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ০৮:২৮:১২ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • ১৭৯ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

যশোরঃ

যশোরের চৌগাছায় সুরাইয়া খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন।

সোমবার দুপুরে উপজেলার আড়কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সুরাইয়া আড় কান্দিগ্রামের সুলতান হোসেনের মেয়ে।

সুলতান হোসেন হাসপাতালে সাংবাদিকদের জানান, করোনায় স্কুল বন্ধ থাকায় মেয়ে আমার বাড়িতেই ছিল। সাংসারিক কাজে মায়ের সাথে অভিমান হয়েছিল। সম্প্রতি আমার আর একটি সন্তান হয়েছে। শিশুটিকে কোলে নিতে বললে মেয়ে তার মায়ের সাথে অভিমান করে। এতে ক্ষিপ্ত হয়ে তার মা তাকে বকা-ঝকা করে। মায়ের উপর অভিমান করে বিষ পান করে আত্মহত্যা করেছে।

উপজেলা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সামিনা জেবিন জানান, দুপুরের দিকে মেয়েটিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে তাকে ওয়াশ করে ওয়ার্ডের বেডে দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যশোরের নেয়ার পথেই মেয়েটি মারা যায়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

প্রেমের ফাঁদে তরুণীর আপত্তিকর ছবি ধারণ করে ৩০ লাখ টাকা চাঁদা দাবি, কালীগঞ্জের যুবক আটক

যশোরে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

Update Time : ০৮:২৮:১২ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১

যশোরঃ

যশোরের চৌগাছায় সুরাইয়া খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন।

সোমবার দুপুরে উপজেলার আড়কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সুরাইয়া আড় কান্দিগ্রামের সুলতান হোসেনের মেয়ে।

সুলতান হোসেন হাসপাতালে সাংবাদিকদের জানান, করোনায় স্কুল বন্ধ থাকায় মেয়ে আমার বাড়িতেই ছিল। সাংসারিক কাজে মায়ের সাথে অভিমান হয়েছিল। সম্প্রতি আমার আর একটি সন্তান হয়েছে। শিশুটিকে কোলে নিতে বললে মেয়ে তার মায়ের সাথে অভিমান করে। এতে ক্ষিপ্ত হয়ে তার মা তাকে বকা-ঝকা করে। মায়ের উপর অভিমান করে বিষ পান করে আত্মহত্যা করেছে।

উপজেলা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সামিনা জেবিন জানান, দুপুরের দিকে মেয়েটিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে তাকে ওয়াশ করে ওয়ার্ডের বেডে দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যশোরের নেয়ার পথেই মেয়েটি মারা যায়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।