ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে বুক জোড়ালাগা কন্যা শিশুর জন্ম

Reporter Name

যশোর প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় বুক জোড়ালাগা জমজ শিশু কন্যার জন্ম দিয়েছেন খুরশিদা নামে এক প্রসূতি। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবীজপুর গ্রামের উজ্জ্বল হোসেনে স্ত্রী। মা ও বুক জোড়া লাগা জমজ শিশু সুস্থ আছেন বলে জানা গেছে।

(৫ মার্চ) শুক্রবার যশোর শহরের অসীম ডায়গনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় বুক জোড়া লাগা এই কন্যাযুগল। জমজ শিশু দুটির মাথা হাত পা আলাদা থাকলেও তাদের দুজনেরই বুক একটাই।

জমজ শিশুকন্যা দুটির পিতা উজ্জ্বল হোসেন জানান, চিকিৎসক জানিয়েছেন এই শিশু দুটির অপারেশন করে আলাদা করার কোন উপায় নেই। এভাবেই তাদেরকে থাকতে হবে। তিনি আরো জানান, তার শাপলা নামের দশ বছরের আরো একটি মেয়ে আছে। সে হাকিমপুর দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

শিশুকন্যা দুটির মা খুরশিদা জানান, যমজ শিশু কন্যা দুটি নিয়ে এখন নিজ পিতার বাড়ি উপজেলার সিংহঝুলি ইউনিয়নের মশিউরনগর গ্রামে অবস্থান করছেন। তাদেরকে দেখতে এলাকার উৎসুক মানুষ খুরশিদার বাবার বাড়িতে ভিড় করছে।

About Author Information
আপডেট সময় : ০৮:৩৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
৩৯৬ Time View

যশোরে বুক জোড়ালাগা কন্যা শিশুর জন্ম

আপডেট সময় : ০৮:৩৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০

যশোর প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় বুক জোড়ালাগা জমজ শিশু কন্যার জন্ম দিয়েছেন খুরশিদা নামে এক প্রসূতি। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবীজপুর গ্রামের উজ্জ্বল হোসেনে স্ত্রী। মা ও বুক জোড়া লাগা জমজ শিশু সুস্থ আছেন বলে জানা গেছে।

(৫ মার্চ) শুক্রবার যশোর শহরের অসীম ডায়গনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় বুক জোড়া লাগা এই কন্যাযুগল। জমজ শিশু দুটির মাথা হাত পা আলাদা থাকলেও তাদের দুজনেরই বুক একটাই।

জমজ শিশুকন্যা দুটির পিতা উজ্জ্বল হোসেন জানান, চিকিৎসক জানিয়েছেন এই শিশু দুটির অপারেশন করে আলাদা করার কোন উপায় নেই। এভাবেই তাদেরকে থাকতে হবে। তিনি আরো জানান, তার শাপলা নামের দশ বছরের আরো একটি মেয়ে আছে। সে হাকিমপুর দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

শিশুকন্যা দুটির মা খুরশিদা জানান, যমজ শিশু কন্যা দুটি নিয়ে এখন নিজ পিতার বাড়ি উপজেলার সিংহঝুলি ইউনিয়নের মশিউরনগর গ্রামে অবস্থান করছেন। তাদেরকে দেখতে এলাকার উৎসুক মানুষ খুরশিদার বাবার বাড়িতে ভিড় করছে।