ঢাকা ০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার নারী, আটক ২

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১০:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে।

 

যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। শনিবার (২৯ মার্চ) বিকেলে পুলিশ এ ঘটনায় দু’জনকে আটক করেছে।

আটকরা হলেন – উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের আব্দুল হালিম সরদারের ছেলে সাঈদ হোসেন (২৪) এবং একই গ্রামের হাদিউজ্জামানের ছেলে হাবিবুল্লাহ (২৩)।

নির্যাতনের শিকার ওই নারী জানান, ঘটনার দিন শুক্রবার বিকেলে বিকাশে টাকা পাঠাতে তিনি উপজেলার কালিবাড়ি মোড়ে যান। সেখানে মিলে যাতায়াতের সুবাদে পূর্ব থেকে পরিচিত বাসের (শ্রমিক বহনকারী বাস) হেলপার সবুজ হোসেনের সঙ্গে দেখা হয়। স্থানীয় সোহান নামের এক চালকের ভ্যানযোগে সবুজ হোসেন ও ওই নারী তাদের বন্ধু ইমরানের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে মনোহরপুর কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছলে – অভিযুক্ত দুই যুবক হালিম সরদার ও হাবিবুল্লাহ তাদের গতিরোধ করেন।

এ সময় তারা ওই নারী ও সবুজ হোসেনকে অনৈতিক কাজের অভিযোগ তুলে টাকা দাবি করেন। এরপর সবুজকে সঙ্গে নিয়ে হাবিবুল্লাহ টাকা আনতে যায়। টাকা না পাওয়া পর্যন্ত ওই নারী শ্রমিককে আটকে রাখে সাঈদ হোসেন। হাবিবুল্লাহ ফিরে আসে রাত সাড়ে ১০টার দিকে। এরপর ওই নারীকে একই গ্রামের সামাদ হোসেনের বাগানে নিয়ে হালিম সরদার ও হাবিবুল্লাহ ধর্ষণ করে।

শনিবার এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দুই ধর্ষককে খুঁজতে থাকে। জানতে পেরে উপজেলার নেহালপুর ফাঁড়ি ইনচার্জ এসআই মো. নূর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শনিবার বিকেলে দুই ধর্ষককে আটক করে।

নেহালপুর ফাঁড়ি ইনচার্জ এসআই মো. নূর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দু’জন আটক হয়েছেন এবং মামলার প্রস্তুতি চলছে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

যশোরে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার নারী, আটক ২

Update Time : ১০:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

 

যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। শনিবার (২৯ মার্চ) বিকেলে পুলিশ এ ঘটনায় দু’জনকে আটক করেছে।

আটকরা হলেন – উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের আব্দুল হালিম সরদারের ছেলে সাঈদ হোসেন (২৪) এবং একই গ্রামের হাদিউজ্জামানের ছেলে হাবিবুল্লাহ (২৩)।

নির্যাতনের শিকার ওই নারী জানান, ঘটনার দিন শুক্রবার বিকেলে বিকাশে টাকা পাঠাতে তিনি উপজেলার কালিবাড়ি মোড়ে যান। সেখানে মিলে যাতায়াতের সুবাদে পূর্ব থেকে পরিচিত বাসের (শ্রমিক বহনকারী বাস) হেলপার সবুজ হোসেনের সঙ্গে দেখা হয়। স্থানীয় সোহান নামের এক চালকের ভ্যানযোগে সবুজ হোসেন ও ওই নারী তাদের বন্ধু ইমরানের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে মনোহরপুর কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছলে – অভিযুক্ত দুই যুবক হালিম সরদার ও হাবিবুল্লাহ তাদের গতিরোধ করেন।

এ সময় তারা ওই নারী ও সবুজ হোসেনকে অনৈতিক কাজের অভিযোগ তুলে টাকা দাবি করেন। এরপর সবুজকে সঙ্গে নিয়ে হাবিবুল্লাহ টাকা আনতে যায়। টাকা না পাওয়া পর্যন্ত ওই নারী শ্রমিককে আটকে রাখে সাঈদ হোসেন। হাবিবুল্লাহ ফিরে আসে রাত সাড়ে ১০টার দিকে। এরপর ওই নারীকে একই গ্রামের সামাদ হোসেনের বাগানে নিয়ে হালিম সরদার ও হাবিবুল্লাহ ধর্ষণ করে।

শনিবার এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দুই ধর্ষককে খুঁজতে থাকে। জানতে পেরে উপজেলার নেহালপুর ফাঁড়ি ইনচার্জ এসআই মো. নূর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শনিবার বিকেলে দুই ধর্ষককে আটক করে।

নেহালপুর ফাঁড়ি ইনচার্জ এসআই মো. নূর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দু’জন আটক হয়েছেন এবং মামলার প্রস্তুতি চলছে।

সবুজদেশ/এসইউ