যশোরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
যশোরঃ
দেশে বৈদেশিক আয় বৃদ্ধি এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রতিবছর যশোরে প্রতিটি উপজেলা থেকে ২ হাজার মানুষকে দক্ষ করে বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়ে যশোরে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান
মন্ত্রনালয়ের তত্বাবধায়নে জেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রলয়ের যুগ্মসচিব শহীদুল আলম। সেমিনারে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম।
প্রধান অতিথি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, যশোরের মানুষের মধ্যে বিদেশে যাওয়ার প্রবণতা ও সক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যশোরে প্রায় ৫০ হাজার মানুষ বিভিন্ন দেশে রয়েছেন। তারা বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। পাশাপাশি তারা নিজেরাও উন্নত সংস্কৃতির শিক্ষা নিয়ে দেশে ফিরছেন। ফলে তাদের কারণে আমাদের আর্থসামাজিক উন্নতি হচ্ছে। তিনি আরো বলেন, যশোরে প্রতিবছর ১৬ হাজার মানুষকে দক্ষ করে বিদেশে পাঠানো হবে। সেই লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গড়া যশোরের শেখ হাসিনা সফ্যটওয়ার পার্ক, টিটিসি থেকে উন্নত প্রশিক্ষণ নিয়ে যাতে বেকারদের কর্মসংস্থান ও বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা নিয়ে বিদেশ যেতে পারে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের যুগ্মসচিব শহীদুল আলম বলেন, সরকার চাকরির জন্য বিদেশ গমনকারীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। বিশ্বের ১৬৮টি দেশে বাংলাদেশের জনশক্তি পাঠানো হচ্ছে। এর মধ্যে ২০১৭ ও ১৮ সালেই জনশক্তি পাঠানো হয়েছে ১৭ লক্ষাধিক। অন্যদিকে প্রতিবছর ওই খাত থেকে ১৪ থেকে ১৬ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। জনশক্তিকে আরও দক্ষ করে গড়ে তোলা সম্ভব হলে বৈদেশিক মুদ্রা আরও অধিক অর্জিত হবে।
সেমিনারে অংশ নেওয়া বক্তারা যশোর রিক্রুটিং এজেন্ট নিয়োগ, ডেমো অফিস স্থাপন ও প্রতি উপজেলায় গড়ে ২ হাজার জনকে বিদেশ পাঠানোর ঘোষণা বাস্তবায়নের দাবিসহ মাঠ পর্যায়ে বিদেশ গমনেচ্ছুদের প্রতারণা ও দুর্ভোগ লাঘবে নিরাপদ অভিবাসনের বিষয়ক ব্যাপক গণসচেতনতা গড়ে তোলার উপর মতামত তুলে ধরলে প্রধান অতিথি ওই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক নূর-ই- আলম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার জামাল আর নাসের , জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, শিক্ষাবিদ প্রফেসর মুস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের যশোরের সাধারণ সম্পাদক আহসান কবির, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা বেগম, জেলা ইসলামিক ফাউন্ডেশনর উপ-পরিচালক সৈয়দ আবদুল মঈন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক রাহেনুর ইসলাম প্রমুখ।