ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ভাইয়ের হাতে যুবক খুন

ফাইল ছবি-

 

যশোর সদর উপজেলার ডাকাতিয়া নুরপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন মো. মইন উদ্দিন (৪৫) নামে এক যুবক। রোববার (৮ জুন) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। 

হামলায় নিহতের বড় ভাই মো. জমির উদ্দিনকে (৫০) গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয়। এরপর তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

নিহত মইন উদ্দিন ওই গ্রামের মোহাম্মদ আজিজ মোল্লার ছেলে। ঘটনার পরপরই গুরুতর অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মইন উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

আহত জমির উদ্দিনের ছেলে মো. সাগর জানান, পারিবারিক জমিজমা নিয়ে তার বাবা ও চাচার সঙ্গে চাচাতো ভাই আশিকের বিরোধ চলছিল। বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে আশিক তাদের অকথ্য গালিগালাজ করে। এতে প্রতিবাদ জানালে আশিক ধারালো অস্ত্র দিয়ে তার বাবা ও চাচার ওপর হামলা চালায়। এতে দু’জনই রক্তাক্ত হন। পরে দ্রুত হাসপাতালে আনা হলে চাচা মইন উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই মইন উদ্দিনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার বিষয়ে যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার ঘটনায় একাধিক পুলিশ টিম মাঠে কাজ করছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

কোটচাঁদপুরে গরুর মালিকরা কুপিয়ে জখম করেছে ক্ষেত মালিককে

যশোরে ভাইয়ের হাতে যুবক খুন

Update Time : ০৯:১২:১২ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

 

যশোর সদর উপজেলার ডাকাতিয়া নুরপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন মো. মইন উদ্দিন (৪৫) নামে এক যুবক। রোববার (৮ জুন) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। 

হামলায় নিহতের বড় ভাই মো. জমির উদ্দিনকে (৫০) গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয়। এরপর তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

নিহত মইন উদ্দিন ওই গ্রামের মোহাম্মদ আজিজ মোল্লার ছেলে। ঘটনার পরপরই গুরুতর অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মইন উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

আহত জমির উদ্দিনের ছেলে মো. সাগর জানান, পারিবারিক জমিজমা নিয়ে তার বাবা ও চাচার সঙ্গে চাচাতো ভাই আশিকের বিরোধ চলছিল। বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে আশিক তাদের অকথ্য গালিগালাজ করে। এতে প্রতিবাদ জানালে আশিক ধারালো অস্ত্র দিয়ে তার বাবা ও চাচার ওপর হামলা চালায়। এতে দু’জনই রক্তাক্ত হন। পরে দ্রুত হাসপাতালে আনা হলে চাচা মইন উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই মইন উদ্দিনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার বিষয়ে যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার ঘটনায় একাধিক পুলিশ টিম মাঠে কাজ করছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সবুজদেশ/এসইউ