যশোরের শার্শায় বজ্রপাতে আমির হোসেন (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) দুপুর ৩ টার দিকে বৃষ্টির মধ্যে ক্ষেতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আমির হোসেন শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামের স্কুল পাড়ার কোরমান আলীর ছেলে।
প্রতাক্ষদর্শীরা জানান, দুপুরে আমির হোসেন নারায়নপুর স্কুলের সামনের মাঠে ধান গাদা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আমির হোসেন ঘটনাস্থলে নিহত হন।
এ ঘটনায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান বিকেলে নিহত ওই কৃষকের বাড়িতে যান। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। বজ্রপাতের সময় সকলকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য পরামর্শ দেন তিনি।
সবুজদেশ/এসইউ
 
																			 
										 সবুজদেশ ডেস্ক:
																সবুজদেশ ডেস্ক:								 










