ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে মাদক ব্যবসার জেরে যুবককে পিটিয়ে হত্যা

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১০:৫৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে।

 

যশোরের শার্শায় মাদক ব্যবসার জেরে জামাল হোসেন (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৩০ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের ইট ভাটার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে শার্শা থানা পুলিশ।

নিহত জামাল হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে।

এ ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয়দের সহযোগিতায় জাহিদ হাসান নামে এক জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার বালুন্ডা টু সেতাই সড়কের গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের ইট ভাটার পাশে একটি মোটরসাইকেল ও একটি মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, নিহত জামাল মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে শার্শা ও বেনাপোল পোর্ট থানার বিভিন্ন মাদককারবারীর নিকট পৌঁছে দেওয়ার কাজ করত। এদিন নিহত জামাল ও তার সহযোগী জাহিদ মাদক পৌঁছে দিতে ওই এলাকায় গিয়েছিল।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, নিহতের সঙ্গে থাকা জাহিদকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সঠিক ঘটনা জানা যাবে। নিহতের মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেরনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সবুজদেশ/এসইউ

যশোরে মাদক ব্যবসার জেরে যুবককে পিটিয়ে হত্যা

Update Time : ১০:৫৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫

 

যশোরের শার্শায় মাদক ব্যবসার জেরে জামাল হোসেন (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৩০ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের ইট ভাটার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে শার্শা থানা পুলিশ।

নিহত জামাল হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে।

এ ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয়দের সহযোগিতায় জাহিদ হাসান নামে এক জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার বালুন্ডা টু সেতাই সড়কের গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের ইট ভাটার পাশে একটি মোটরসাইকেল ও একটি মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, নিহত জামাল মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে শার্শা ও বেনাপোল পোর্ট থানার বিভিন্ন মাদককারবারীর নিকট পৌঁছে দেওয়ার কাজ করত। এদিন নিহত জামাল ও তার সহযোগী জাহিদ মাদক পৌঁছে দিতে ওই এলাকায় গিয়েছিল।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, নিহতের সঙ্গে থাকা জাহিদকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সঠিক ঘটনা জানা যাবে। নিহতের মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেরনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সবুজদেশ/এসইউ