যশোরঃ
যশোরে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাহমিদা জাহাঙ্গীর এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত পলাতক আসামি রত্না বেগম বেনাপোল ভবেরবেড় এলাকার আজিজুর রহমানের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আসাদুজ্জামান।
আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৯ মার্চ বেনাপোল পোর্ট থানা পুলিশ জানতে পারে বেনাপোলের লোকাল বাসস্ট্যান্ডে মাদক কারবার চলছে। পুলিশ দুপুর ১২টা ২৫ মিনিটে ঘটনাস্থলে হাজির হয়ে রত্না বেগমকে দুই শিশু সন্তানসহ আটক করে। এ সময় আরো দুইজন পালিয়ে যায়। পরে রত্নার হাতে থাকা একটি পলিথিনে মোড়ানে অবস্থায় ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য এক লাখ টাকা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার এসআই ওমর শরীফ রত্নাসহ অজ্ঞাত পরিচয়ের দুই আসামির বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ২১ এপ্রিল পুলিশ আাদলতে চার্জশিট দেয়। মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করে আদালত। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
সবুজদেশ/এস ইউ