যশোরের এড়েন্দা বাজারে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জিহাদ (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ দেয়াড়া ইউনিয়নের ডুমদিয়া গ্রামের মিলন হোসেনের ছেলে। সে তার দাদা মিজানুর রহমানের সঙ্গে মোটরসাইকেলে করে শহর থেকে গ্রামের বাড়িতে ফিরছিল।
স্থানীয়রা জানান, যশোর-ছুটিপুর রোড ধরে যাওয়ার সময় এড়েন্দা বাজার মসজিদের সামনে পৌঁছালে চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ পিছনে ছিটকে পড়ে যায় জিহাদ। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সবুজদেশ/এসইউ