যশোর:
যশোরের শার্শা উপজেলায় মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যায় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শার্শা উপজেলার নাভারণ কাজীরবেড় গ্রামে আজ ভোর রাতে এ ঘটনা ঘটে।
মনিরুল ইসলাম মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে।
বদরুল আলম আরও বলেন, গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে চার জনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তের পরে তাদের পরিচয় প্রকাশ করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।