যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসির ফলাফলে পাসের হারের দিক থেকে শীর্ষস্থান ধরে রেখেছে যশোর জেলা। আর তলানিতে নেমে গেছে মাগুরা জেলা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে বোর্ডের দশ জেলার মধ্যে এই চিত্র উঠে এসেছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী যশোর বোর্ডে পাসের হার ৫০ দশমিক ২০। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী।
জেলা অনুযায়ী ফলাফলের চিত্রে দেখা গেছে, শীর্ষস্থানে অবস্থান করছে যশোর জেলা। ৫৮ দশমিক ২৫ ভাগ পাসের হার নিয়ে বোর্ডের সেরা অবস্থানে রয়েছে এই জেলা। গত বছর ৭২ দশমিক ৮৪ ভাগ পাসের হার নিয়েও বোর্ডে একই অবস্থানে ছিল এই জেলা।
যশোরের মতো দ্বিতীয় অবস্থানও ধরে রেখেছে খুলনা জেলা। এই জেলার পাসের হার ৫৩ দশমিক ৯৮ ভাগ। গত বছর খুলনা ৭১ দশমিক ১৯ ভাগ পাসের নিয়ে একই অবস্থানে ছিল। ৫২ দশমিক ৬৪ ভাগ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানও ধরে রেখেছে সাতক্ষীরা। গত বছর এই জেলার পাসের হার ছিল ৭০ দশমিক ১১ ভাগ।
গত বছরের ৮ম অবস্থান থেকে এক লাফে ৪র্থ অবস্থানে উঠে এসেছে চুয়াডাঙ্গা জেলা। এবার এই জেলার পাসের হার ৫০ দশমিক ৩৫। গত বছর এই জেলার পাসের হার ছিল ৫৭ দশমিক ৯৬ ভাগ।
গতবারের চেয়ে একধাপ এগিয়ে ৫ম অবস্থানে রয়েছে কুষ্টিয়া জেলা। এই জেলার পাসের হার ৪৮ দশমিক ৮৫। গত বছর ৬ষ্ঠ অবস্থানে থাকা এই জেলার পাসের হার ছিল ৫৮ দশমিক ৫২ ভাগ।
গত বছর তলানিতে থাকা মেহেরপুর জেলা এবার উঠে এসেছে ৬ষ্ঠ অবস্থানে। এবার এই জেলার পাসের হার ৪৮ দশমিক ৫১ ভাগ। গত বছর ১০ম অবস্থানে থাকা জেলাটির পাসের হার ছিল ৫০ দশমিক ৩৮ ভাগ।
৪র্থ স্থান থেকে নেমে ৭ম স্থানে চলে গেছে নড়াইল জেলা। এই জেলার পাসের হার ৪৬ দশমিক ৪৬। গত বছর তাদের পাসের হার ছিল ৬১ দশমিক ২৭ ভাগ।
৫ম স্থান থেকে ৮ম স্থানে নেমে গেছে ঝিনাইদহ জেলা। তাদের পাসের হার ৪৫ দশমিক ০৭ ভাগ। গত বছর তাদের পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ ভাগ।
গত বছর নবম স্থানে থাকা বাগেরহাট জেলা এবারও একই অবস্থানে রয়েছে। তাদের পাসের হার ৪১ দশমিক ৮৫, গত বছর এই হার ছিল ৫৫ দশমিক ০৪ ভাগ।
আর গত বছরের ৭ম অবস্থান থেকে তলানিতে নেমে গেছে মাগুরা জেলা। তাদের পাসের হার ৩৭ দশমিক ৪৬। গত বছর তাদের পাসের হার ছিল ৫৮ দশমিক ২৩ ভাগ।
সবুজদেশ/এসএএস