যশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
যশোরের শার্শা উপজেলার গদখালী মঠবাড়িয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী কালী মন্দির সংলগ্ন মঠবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যশোর থেকে বেনাপোলগামী কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মাসরুর বীন মোর্শেদ (৩৬) ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের আরেক যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং আহতকে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত করা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায়।
সবুজদেশ/এসইউ