যশোর-ঝিনাইদহ মহাসড়কের নতুন খয়েরতলার তেতুলতলা মোড়ে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত হয়েছেন। রোববার(২৫ মে) দুপুর দেড়টার দিকে এ দুঘর্টনাটি ঘটে।
নিহত ছাত্রের নাম আসিফ হোসেন। তিনি যশোর পলিটেকনিক কলেজের ছাত্র ও সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও তার মোটরসাইকেলের পিছনে থাকা রাকিবুল ইসলাম শুভ বলেন, পাসপোর্ট অফিসে জরুরি কাজ শেষ করে তারা বাড়ি ফিরছিলেন। হাইওয়েতে উঠে আসিফ হোসেন এলোমেলোভাবে মোটরসাইকেল চালানো শুরু করে। এসময় সাথে থাকা শুভ তাকে স্বাভাবিকভাবে চালানোর কথা বলে। কিন্তু সে একভাবেই গাড়ি চালাতে থাকে এবং একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সবুজদেশ/এসইউ