ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে সড়ক দূর্ঘটনায় নিহত ২

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৫:৪৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

 

যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের মনিরামপুর হাসপাতালের সামনে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। মালবাহী ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক ও এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে যশোরগামী একটি মালবাহী ট্রাক মণিরামপুর পৌর শহর সংলগ্ন সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান সড়ক পার হওয়ার চেষ্টা করলে ট্রাক এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যানে দুই নারী ও এক শিশু যাত্রী ছিল। ভয়াবহ এই সংঘর্ষে ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে ভ্যান চালক ও নারী যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।

মনিরামপুর থানার ওসি নুর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। ট্রাক চালক দুর্ঘটনা ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ তার খোঁজে তৎপর রয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

সবুজদেশ/এসইউ

Tag :

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

যশোরে সড়ক দূর্ঘটনায় নিহত ২

Update Time : ০৫:৪৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

 

যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের মনিরামপুর হাসপাতালের সামনে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। মালবাহী ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক ও এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে যশোরগামী একটি মালবাহী ট্রাক মণিরামপুর পৌর শহর সংলগ্ন সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান সড়ক পার হওয়ার চেষ্টা করলে ট্রাক এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যানে দুই নারী ও এক শিশু যাত্রী ছিল। ভয়াবহ এই সংঘর্ষে ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে ভ্যান চালক ও নারী যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।

মনিরামপুর থানার ওসি নুর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। ট্রাক চালক দুর্ঘটনা ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ তার খোঁজে তৎপর রয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

সবুজদেশ/এসইউ