যশোরে হঠাৎ শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষতির আশঙ্কা
যশোর প্রতিনিধিঃ
যশোরে বিভিন্ন উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে সদ্য গুটি আসা আম ও আমের মুকুলসহ বিভিন্ন ফসল এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
শনিবার ( ২১ মার্চ) রাত ৯ টার দিকে শুরু হয় ঝড়ো বৃষ্টি; সঙ্গে শিলা বৃষ্টি। প্রায় ২ ঘন্টা ধরে চলে এই ঝড়-বৃষ্টি আর বজ্রপাত। এরআগে সন্ধ্যা থেকে যশোরের আকাশ ছিলো ঘুমোট। এর পরেই জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ঘন্টাঘানিক ভারী ও হালকা বৃষ্টির সঙ্গে প্রচুর শিলা পড়তে থাকে এবং দমকা বাতাস প্রবাহিত হয়।
জেলার মণিরামপুর উপজেলার কৃষক মহিউদ্দিন বলেন, শিলা বৃষ্টি ও ঝড়ের কারণে সদ্য গুটি আসা আম ও আমের মুকুলের, বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। এছাড়া তার জমিতে ১ বিঘা পটল চাষে ব্যাপক ক্ষতি আশঙ্কা করছেন।
তিনি জানান,মাঝারি ঝড়ের কারণে গাছপালা ভেঙে গেছে। কোথাও কোথাও টিনের ফুটা হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে রাত হওয়ার কারণে সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। যশোরে গভীর রাতেও গুড়ি গুড়ি বৃষ্টি অব্যহত আছে। এদিকে দেশে করোনা আতংকের মধ্যে ঝড়োসহ শিলাবৃষ্টি হওয়াতে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এই ঝড়কে বছরের শুরুতে প্রকৃতির অশনিসংকেত বলে মন্তব্য করেছেন কেউ কেউ।