ঢাকা ০১:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ২৩টি স্বর্ণের বারসহ আটক দুই

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৭:২৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৩৪৮ বার পড়া হয়েছে।

 

যশোরে তিন কেজি ১০০ গ্রাম ওজনের ২৩টি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মুরাদগর বাজার থেকে তাদের আটক করা হয়। বিকেল ৫টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

আটকরা হলেন- শার্শা উপজেলার সালতা গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গার জীবননগর গ্রামের আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান (২৫)। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯১৫ টাকা বলে দাবি বিজিবির।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের মুরাদনগর বাসস্ট্যান্ড থেকে আরিফুল ইসলাম ও মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করলে কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ২৩টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৩.০৯৫ কেজি।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক আসামিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর-মহেশপুর হয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন। ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে মহেশপুর গমন করছিলেন ওই দুই ব্যক্তি।

তিনি আরও বলেন, স্বর্ণসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

যশোরে ২৩টি স্বর্ণের বারসহ আটক দুই

Update Time : ০৭:২৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

যশোরে তিন কেজি ১০০ গ্রাম ওজনের ২৩টি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মুরাদগর বাজার থেকে তাদের আটক করা হয়। বিকেল ৫টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

আটকরা হলেন- শার্শা উপজেলার সালতা গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গার জীবননগর গ্রামের আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান (২৫)। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯১৫ টাকা বলে দাবি বিজিবির।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের মুরাদনগর বাসস্ট্যান্ড থেকে আরিফুল ইসলাম ও মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করলে কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ২৩টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৩.০৯৫ কেজি।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক আসামিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর-মহেশপুর হয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন। ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে মহেশপুর গমন করছিলেন ওই দুই ব্যক্তি।

তিনি আরও বলেন, স্বর্ণসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

সবুজদেশ/এসএএস