যশোরে ৫ম সেনা কল্যাণ সংস্থা কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত
যশোর প্রতিনিধিঃ
যশোর গলফ এন্ড কান্ট্রি ক্লাবে পঞ্চম সেনা কল্যাণ সংস্থা কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তিনদিনের (৬-৮ ফেব্রুয়ারি) খেলায় পুরুষ, নারী, জুনিয়র ও সাব জুনিয়রসহ ৭০জন গলফার অংশগ্রহণ করেন।
গলফ টুর্ণামেন্টের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার এবং যশোর গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, সেনা কল্যাণ সংস্থা লিমিটেডের ডাইরেক্টর জেনারেল কমডোর মাহমুদ হোসেন। এছাড়াও যশোর অঞ্চলের উর্ধ্বতন সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।