ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ৯ তলা ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে।

 

যশোরে নির্মাণাধীন ৯ তলা ভবন থেকে পড়ে সাজ্জাদ হোসেন (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে শহরের খড়কি রূপকথা মোড়ে এ ঘটনা ঘটে। তিনি একসেনচিউর নীলাচল টাওয়ার’ নামে একটি ভবনে রড মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন।

নিহত সাজ্জাদ হোসেন যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মঠবাড়ি গ্রামের আজগর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মীরা জানান, সাজ্জাদ রড মিস্ত্রির কাজ করতেন। তবে দুর্ঘটনার সময় তিনি ক্রেন দিয়ে ভবনের ৯ তলায় বালু তোলা এবং ময়লা নামানোর কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতিক তারের সঙ্গে ক্রেন স্পর্শ করলে শক লেগে তিনি নিচে পড়ে যান। দুর্ঘটনার সময় তার পরনে সুরক্ষা সামগ্রী, মাথায় হেলমেট ও নিরাপত্তা বেল্ট ছিল না। ফলে নিচে পড়ার সঙ্গে সঙ্গেই তিনি মারা যান। পরবর্তীতে এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য মালিকপক্ষকে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

সবুজদেশ/এসএএস

Tag :

যশোরে ৯ তলা ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

Update Time : ০৮:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

 

যশোরে নির্মাণাধীন ৯ তলা ভবন থেকে পড়ে সাজ্জাদ হোসেন (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে শহরের খড়কি রূপকথা মোড়ে এ ঘটনা ঘটে। তিনি একসেনচিউর নীলাচল টাওয়ার’ নামে একটি ভবনে রড মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন।

নিহত সাজ্জাদ হোসেন যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মঠবাড়ি গ্রামের আজগর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মীরা জানান, সাজ্জাদ রড মিস্ত্রির কাজ করতেন। তবে দুর্ঘটনার সময় তিনি ক্রেন দিয়ে ভবনের ৯ তলায় বালু তোলা এবং ময়লা নামানোর কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতিক তারের সঙ্গে ক্রেন স্পর্শ করলে শক লেগে তিনি নিচে পড়ে যান। দুর্ঘটনার সময় তার পরনে সুরক্ষা সামগ্রী, মাথায় হেলমেট ও নিরাপত্তা বেল্ট ছিল না। ফলে নিচে পড়ার সঙ্গে সঙ্গেই তিনি মারা যান। পরবর্তীতে এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য মালিকপক্ষকে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

সবুজদেশ/এসএএস