যশোর জেলা ককাস পুনঃগঠন: সভাপতি জামাল, সম্পাদক ইন্দ্রজিৎ
যশোর প্রতিনিধিঃ
বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের (বিএইচআরডি) যশোর জেলা ককাসের কমিটি পুনঃগঠন করা হয়েছে। কমিটিতে যশোর জিলা স্কুলের ইসলামী শিক্ষার সহকারি শিক্ষক জামাল উদ্দিন সভাপতি এবং দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায় সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার বেলা ১১টায় শহরের একটি অভিজাত হোটেলে সাধারণ পরিষদের সভায় তিনটি পদের নেতৃত্ব মনোনীত করা হয়।
সাত সদস্যের পুনঃগঠিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি শিখা বিশ্বাস, কোষাধ্যক্ষ তাহমিনা বিশ্বাস, সদস্য বিথীকা সরকার, হাবিবুর রহমান মিলন ও মানিক গাথিয়া।
সভার শুরুতে জেলা ককাসের প্রয়াত সভাপতি হাসিব নেওয়াজের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সহ-সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ইন্দ্রজিৎ রায়ের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক সত্যপাঠ নির্বাহী সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আলম, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, দৈনিক সমাজের কথার বার্তা সম্পাদক ও কেন্দ্রীয় ককাসের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, জেলা ককাসের কোষাধ্যক্ষ তাহমিনা বিশ্বাস, সদস্য বিথীকা বিশ্বাস।
আরও বক্তব্য রাখেন ককাসের সাধারণ সদস্য সাইফুল ইসলাম সজল, শিখা বিশ্বাস, মানিক গাথিয়া, রিপন হোসেন, নুরুজ্জামান হীরা, শাহিদা বেগম, শাহজাহান নান্নু, সুকান্ত দাস, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা ইয়াসিন আলম, বিশ্বজিৎ মজুমদার, শর্মিলা সাহা। সভায় বিশদ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তিনটি পদের নেতৃত্ব নির্বাচন করা হয়। ২০১৯ সালের ১২ ডিসেম্বর যশোর জেলা ককাসের সভাপতি হাসিব নেওয়াজ ইন্তেকাল করায় পদটি শূণ্য হয়।
এছাড়াও কার্যনির্বাহী কমিটির একজন সদস্য নিষ্ক্রিয় থাকায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি জামাল উদ্দিনকে সভাপতি নির্বাচন করায় সহ-সভাপতি পদ শূণ্য হয়। সভায় ওই পদে শিখা বিশ্বাসকে মনোনীত করা হয়। এছাড়া সদস্য পদে মানিক গাথিয়াকে মনোনীত করা হয়েছে।