যশোর বিএনপির সম্মেলন শুরু হয়েছে। শনিবার (২২ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বেলুন উড়িয়ে জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখবেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুসহ দলের জাতীয় স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি, টিএস আইয়ুব, অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, যশোর পৌর সভার সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ, কেশবপুরের আবুল হোসেন আজাদ, কেন্দ্রীয় নেতা ফিরোজা বুলবুল কলি, সাবিরা নাজমুল মুন্নি, মণিরানপুরের অ্যাডভোকেট শহীদ ইকবাল, অভয়নগরের ফারাজী মতিয়ার রহমান, চৌগাছার এম এ সালাম, কেশবপুরের আব্দুস সালাম, বাঘারপাড়া বিএনপির সভাপতি তানিয়া রহমান, চৌগাছার সেলিম রেজা আওলিয়ার, নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক, সদর বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, যুবদলের এম তমাল আহমেদ,আনসারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।
যশোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন সম্মেলন পরিচালনা করছেন।
যশোর জেলা বিএনপির সম্মেলন ঘিরে জেলাজুড়ে নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। আজ কাউন্সিলের
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু জানান, কাউন্সিল উপলক্ষে সিনিয়র আইনজীবী মো. ইসহাককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে আটজন প্রার্থী হয়েছেন। তবে সাধারণ সম্পাদক পদে কেবল দেলোয়ার হোসেন খোকন প্রার্থী হওয়ায় তিনি নির্বাচিত হচ্ছেন। সভাপতি পদে বর্তমান সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম ও যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সবুজদেশ/এসইউ