ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যশোর, মাগুরা ও নড়াইলে ৬২ জন করোনায় আক্রান্ত

  • Reporter Name
  • Update Time : ০৭:৪২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • ২৫২ বার পড়া হয়েছে।

যশোরঃ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরীক্ষায় আজ আরো ৬২টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। এগুলো যশোর, মাগুরা এবং নড়াইল জেলার সন্দেহভাজন রোগীদের শরীর থেকে সংগ্রহ করা।

বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. ইকবাল কবির জাহিদ জানান, সোমবার রাতে তাদের ল্যাবে তিন জেলার মোট ২০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোর জেলার ছিল ১৬৪টি। যশোরের এই নমুনাগুলোর মধ্যে ৪৩টি পজেটিভ বলে শনাক্ত হয়।

এছাড়া এদিন মাগুরার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ১২টি পজেটিভ বলে শনাক্ত হয়। আর নড়াইলের ১৩টি নমুনার মধ্যে সাতটি ছিল পজেটিভ।

পরীক্ষার বিস্তারিত ফলাফল সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, সোমবার রাত আটটা পর্যন্ত যশোর জেলায় মোট পাঁচ হাজার ২৯২ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৮৭৬ জন। মারা গেছেন ৬৩ জন। হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন যথাক্রমে ১৩ ও ৩৪০ জন।

Tag :

যশোর, মাগুরা ও নড়াইলে ৬২ জন করোনায় আক্রান্ত

Update Time : ০৭:৪২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১

যশোরঃ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরীক্ষায় আজ আরো ৬২টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। এগুলো যশোর, মাগুরা এবং নড়াইল জেলার সন্দেহভাজন রোগীদের শরীর থেকে সংগ্রহ করা।

বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. ইকবাল কবির জাহিদ জানান, সোমবার রাতে তাদের ল্যাবে তিন জেলার মোট ২০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোর জেলার ছিল ১৬৪টি। যশোরের এই নমুনাগুলোর মধ্যে ৪৩টি পজেটিভ বলে শনাক্ত হয়।

এছাড়া এদিন মাগুরার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ১২টি পজেটিভ বলে শনাক্ত হয়। আর নড়াইলের ১৩টি নমুনার মধ্যে সাতটি ছিল পজেটিভ।

পরীক্ষার বিস্তারিত ফলাফল সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, সোমবার রাত আটটা পর্যন্ত যশোর জেলায় মোট পাঁচ হাজার ২৯২ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৮৭৬ জন। মারা গেছেন ৬৩ জন। হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন যথাক্রমে ১৩ ও ৩৪০ জন।