যশোর সদর হাসপাতালে করোনা ভাইরাস কর্ণার
যশোর প্রতিনিধিঃ
করোনা ভাইরাস মোকাবিলায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নতুন আইসোলেশন (করোনো ভাইরাস) কর্নার খোলা হয়েছে। সরকারের পূর্ব প্রস্তুতি হিসাবে ভাইরাস মোকাবিলায় হাসপাতালের নিচ তলায় ডায়রিয়া ওয়ার্ডের পাশে ১০টি বেডের একটি রুমে এই কর্ণার প্রস্তুত করা হয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. দিলিপ কুমার রায় জানান, এখন পর্যন্ত যশোর জেলায় করোনা ভাইরাস রোগী বা এ রোগের লক্ষণ দেখা যায়নি। তারপরও পূর্ব প্রস্তুতি হিসাবে হাসপাতালে আইসোলেশন কর্নার প্রস্তুত রাখা হয়েছে। আগাম প্রস্তুতি হিসাবে ২০ জন চিকিৎসককে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া ১৮৩ জন নার্সকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। যেমন হাঁচি-কাশি দেওয়ার সময় হাতের ডানার দিকে মুখ দিয়ে দিলে ভালো হয়। যাতে করে অন্যের দিকে জীবাণু না যায়। হাঁচি-কাশির মাধ্যমে এ ভাইরাস ছড়ানোর সম্ভাবনা বেশি। এজন্য মাস্ক ব্যবহার জরুরি। এছাড়া গণপরিবহন ব্যবহার, খাবার খাওয়ার আগে পরিষ্কার করে হাত ধোয়া, ময়লা কাপড় ধুয়ে পড়তে হবে।
যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। যশোর জেলার বিভিন্ন হাসপাতালে মেডিকেল কর্নার খোলা হয়েছে। কর্নারগুলোতে মেডিকেল টিম কাজ করবে।