যশোরের চৌগাছা উপজেলার মাদকসহ ইসমাইল হোসেন (দুখু মিয়া) নামে এক চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃত আড়সিংড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মাদক ও ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি টহলদল।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবি’র টহলদল বেনাপোল বিওপি, আইসিপি, আমড়াখালি চেকপোস্ট এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, শাড়ি, চকলেট, কাজু বাদাম, বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ এবং কসমেটিক্স জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য সাড়ে ৮ লাখ টাকা। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা প্রক্রিয়াধীন রয়েছে।
অধিনায়ক আরও জানান, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে হচ্ছে। মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে বলে তিনি জানান ।
সবুজদেশ/এসইউ
সবুজদেশ ডেস্ক: 



















