ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

যশোর সীমান্তে ভারত থেকে আসা ১৬ বাংলাদেশী আটক

  • Reporter Name
  • Update Time : ০৭:৩০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
  • ২৩০ বার পড়া হয়েছে।

যশোরঃ

যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছেন বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের চৌগাছা থানায় সোপর্দ করেছে আন্দুলিয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উপজেলার আন্দুলিয়া বর্ডার আউট পোস্টের (বিওপি) বিজিবি সদস্যরা তাদের আটক করেন। জিজ্ঞাসাবাদ শেষে উপজেলা হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নেয়া হয়। এরপর পাসপোর্ট আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচকাউনিয়া গ্রামের হাসান বিশ্বাস (৪৯) তার স্ত্রী আনোয়ারা বেগম (৪০), ছেলে মিঠু বিশ্বাস (১৯) ও লিটু বিশ্বাস (৭), ইয়াসিন বিশ্বাস (২৪) ও তার স্ত্রী স্বপ্না বেগম (২০) ও মেয়ে সুমাইয়া খাতুন (২) একই গ্রামের আসলাম বিশ্বাস (৩৫) তার স্ত্রী শাহানাজ (৩০), ছেলে ইব্রাহিম বিশ্বাস (১৯) ও রিয়ান বিশ্বাস (১১) এবং নূর ইসলাম বিশ্বাসের ছেলে ইয়ামিন বিশ্বাস (৩৫)।

খুলনার পাইকগাছা উপজেলার বরইখালি গ্রামের আসাদুল গাজী (২৫) ও তার স্ত্রী ফুলবানু খাতুন (২৬)। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি গ্রামের শেখ হালিম আলীর ছেলে শেখ আজিজুল হক (১৯)। মানিকগঞ্জ সদর উপজেলার ছোটষাট্টা গ্রামের মৃত, ওয়াসিমের স্ত্রী রোজিনা আক্তার (২৭)।

চৌগাছা থানায় লিখিত এজাহারে আন্দুলিয়া বিওপির কমান্ডার হাবিলদার আব্দুস সামাদ সিদ্দিকি বলেন, নিয়মিত টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আন্দুলিয়া বিওপির মেইন পিলার ৪৩/১এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর গ্রামে কয়েকজন বাংলাদেশী নাগরিক ভারত হতে বাংলাদেশের দিকে পায়ে হেটে আসছেন। তাদের আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বাংলাদেশের নাগরিক। দীর্ঘ দিন ভারতে পালিয়ে ছিলেন এবং বৃহস্পতিবার সন্ধ্যায় বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশে এসেছেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, তাদের বিরুদ্ধে অবৈধভাবে প্রবেশের অভিযোগে পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি।

Tag :

যশোর সীমান্তে ভারত থেকে আসা ১৬ বাংলাদেশী আটক

Update Time : ০৭:৩০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১

যশোরঃ

যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছেন বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের চৌগাছা থানায় সোপর্দ করেছে আন্দুলিয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উপজেলার আন্দুলিয়া বর্ডার আউট পোস্টের (বিওপি) বিজিবি সদস্যরা তাদের আটক করেন। জিজ্ঞাসাবাদ শেষে উপজেলা হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নেয়া হয়। এরপর পাসপোর্ট আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচকাউনিয়া গ্রামের হাসান বিশ্বাস (৪৯) তার স্ত্রী আনোয়ারা বেগম (৪০), ছেলে মিঠু বিশ্বাস (১৯) ও লিটু বিশ্বাস (৭), ইয়াসিন বিশ্বাস (২৪) ও তার স্ত্রী স্বপ্না বেগম (২০) ও মেয়ে সুমাইয়া খাতুন (২) একই গ্রামের আসলাম বিশ্বাস (৩৫) তার স্ত্রী শাহানাজ (৩০), ছেলে ইব্রাহিম বিশ্বাস (১৯) ও রিয়ান বিশ্বাস (১১) এবং নূর ইসলাম বিশ্বাসের ছেলে ইয়ামিন বিশ্বাস (৩৫)।

খুলনার পাইকগাছা উপজেলার বরইখালি গ্রামের আসাদুল গাজী (২৫) ও তার স্ত্রী ফুলবানু খাতুন (২৬)। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি গ্রামের শেখ হালিম আলীর ছেলে শেখ আজিজুল হক (১৯)। মানিকগঞ্জ সদর উপজেলার ছোটষাট্টা গ্রামের মৃত, ওয়াসিমের স্ত্রী রোজিনা আক্তার (২৭)।

চৌগাছা থানায় লিখিত এজাহারে আন্দুলিয়া বিওপির কমান্ডার হাবিলদার আব্দুস সামাদ সিদ্দিকি বলেন, নিয়মিত টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আন্দুলিয়া বিওপির মেইন পিলার ৪৩/১এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর গ্রামে কয়েকজন বাংলাদেশী নাগরিক ভারত হতে বাংলাদেশের দিকে পায়ে হেটে আসছেন। তাদের আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বাংলাদেশের নাগরিক। দীর্ঘ দিন ভারতে পালিয়ে ছিলেন এবং বৃহস্পতিবার সন্ধ্যায় বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশে এসেছেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, তাদের বিরুদ্ধে অবৈধভাবে প্রবেশের অভিযোগে পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি।