ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যশোর ৬ আসনের উপ নির্বাচনে প্রতীক বরাদ্দ

Reporter Name

যশোর প্রতিনিধিঃ

যশোর-৬ কেশবপুর আসনে উপনির্বাচন উপলক্ষে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার দুপুরে যশোর জেলা নির্বাচন কার্যালয়ে প্রতীক বরাদ্দ হয়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদারকে নৌকা, বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদকে ধানের শীষ ও জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে জেলা নির্বাচন অফিসার মো. হুমায়ন কবির বলেন, যশোর-৬ কেশবপুর আসনে উপ-নির্বাচনে বৈধ প্রার্থী হিসাবে তিনজন প্রতিদ্বনিতা করবেন। কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ দুই লক্ষ ৩ হাজার ১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই উপনির্বাচনে ৭৯ টি কেন্দ্রে বুথ সংখ্যা ৩৭৪টি।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী ইসমাত আরা সাদেক জয়ী হয়। চলতি বছরের ২১ জানুয়ারি কেশবপুর আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত-আরা-সাদেকের মৃত্যুর পর এই আসনটি শূণ্য হয়। এই শূন্য আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ১৩, বিএনপির ৫ ও জাতীয় পার্টির ১ জনসহ মোট ১৯ প্রার্থী তাদের দলীয় অফিস থেকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেন। এই আসনে ২৯ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

About Author Information
আপডেট সময় : ০২:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
৩০৩ Time View

যশোর ৬ আসনের উপ নির্বাচনে প্রতীক বরাদ্দ

আপডেট সময় : ০২:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০

যশোর প্রতিনিধিঃ

যশোর-৬ কেশবপুর আসনে উপনির্বাচন উপলক্ষে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার দুপুরে যশোর জেলা নির্বাচন কার্যালয়ে প্রতীক বরাদ্দ হয়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদারকে নৌকা, বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদকে ধানের শীষ ও জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে জেলা নির্বাচন অফিসার মো. হুমায়ন কবির বলেন, যশোর-৬ কেশবপুর আসনে উপ-নির্বাচনে বৈধ প্রার্থী হিসাবে তিনজন প্রতিদ্বনিতা করবেন। কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ দুই লক্ষ ৩ হাজার ১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই উপনির্বাচনে ৭৯ টি কেন্দ্রে বুথ সংখ্যা ৩৭৪টি।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী ইসমাত আরা সাদেক জয়ী হয়। চলতি বছরের ২১ জানুয়ারি কেশবপুর আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত-আরা-সাদেকের মৃত্যুর পর এই আসনটি শূণ্য হয়। এই শূন্য আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ১৩, বিএনপির ৫ ও জাতীয় পার্টির ১ জনসহ মোট ১৯ প্রার্থী তাদের দলীয় অফিস থেকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেন। এই আসনে ২৯ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।