ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সবুজদেশ ডেস্ক:

ফাইল ছবি-

 

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আশরাফুল (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে ফকিরহাটের বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খুলনা-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এসময় মোটরসাইকেলে থাকা আশরাফুলের ভাইয়ের ছেলে রনি (১৫) গুরুত্বর আহত হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত আশরাফুল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার বাসিন্দা।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, ভাতিজাকে নিয়ে খুলনা-মাওয়া মহাসড়ক দিয়ে সাতক্ষীরা যাচ্ছিলেন আশরাফুল। ফকিরহাটের বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পর্যটক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক আশরাফুলের মৃত্যু হয়। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। ধাক্কা দেওয়া বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ০৪:৫৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
১৬ Time View

যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৪:৫৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

 

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আশরাফুল (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে ফকিরহাটের বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খুলনা-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এসময় মোটরসাইকেলে থাকা আশরাফুলের ভাইয়ের ছেলে রনি (১৫) গুরুত্বর আহত হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত আশরাফুল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার বাসিন্দা।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, ভাতিজাকে নিয়ে খুলনা-মাওয়া মহাসড়ক দিয়ে সাতক্ষীরা যাচ্ছিলেন আশরাফুল। ফকিরহাটের বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পর্যটক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক আশরাফুলের মৃত্যু হয়। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। ধাক্কা দেওয়া বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সবুজদেশ/এসইউ