যা বললেন নতুন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন। সাংবিধানিক ক্ষমতাবলে তাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিইসি হিসেবে নাসির উদ্দীনকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
নিয়োগ পাওয়ার পর গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসির উদ্দীন চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন কমিশনের অধীনে নির্বাচন স্বচ্ছ হবে জানিয়ে তিনি বলেন, গত তিনটা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। সেসব মোকাবিলা করে কাজ করব। নতুন কমিশন উদাহরণ তৈরি করবে।
‘ইসির কাজ অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু গত তিনটা নির্বাচন দেখলে দেখা যাবে আমরা নির্বাচন ব্যবস্থাটাকে প্রহসনে পরিণত করেছি। নির্বাচনের নামে আমরা প্রহসন করেছি। মানুষের যে ভোটের অধিকার সেটা অনুপস্থিত। ভোটের অধিকার আদায়ের জন্য কত মানুষ নির্যাতনের শিকার হয়েছে, অনেক মানুষ প্রাণ দিয়েছে। অনেকে ছেলে পিতা হারিয়েছে, অনেক পিতা ছেলে হারিয়েছে।-যোগ করেন নতুন সিইসি।
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নেওয়ার বিষয়ে করা প্রশ্নের জবাবে নাসির উদ্দীন বলেন, এ ব্যাপারে এখনই কোনো মন্তব্য নয়, সময় এলে সবাই দেখতে পাবে।
সংস্কার কমিশনের রিপোর্টের পর নির্বাচনের কাজ এগিয়ে নেওয়া যাবে বলে মন্তব্য করেন নতুন নির্বাচন কমিশনার।
সবুজদেশ/এসইউ