সবুজদেশ ডেক্সঃ জোটের দুই শরিক দলকে হারিয়ে যুক্তফ্রন্টে একা হয়ে পড়েছিল সাবেক রাষ্ট্রপতি ড. বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ দলটি। তবে এবার তাদের সঙ্গে জোটে আরও চারটি দল যোগ দিচ্ছে। দলগুলোর সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে যুক্তফ্রন্টে যোগ দেবে জেবেল রহমান গাণির বাংলাদেশ ন্যাপ, খন্দকার গোলাম মোর্ত্তুজার এনডিপি, সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদের বিএলডিপি এবং লেবার পার্টির একাংশ। এ ছাড়া ২০–দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) অংশের কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ গোলাম রেজা বিকল্পধারায় যোগ দেবেন।

দলগুলোর যুক্তফ্রন্টে যোগদানের ব্যাপারে গতকাল বুধবার রাতে বারিধারায় জরুরি বৈঠক করেছেন বি. চৌধুরী। ওই বৈঠকে জেবেল রহমান গাণিসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যায় বিকল্পধারার প্রেসিডিয়ামের একটি বৈঠক হয়।

জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের সময় যুক্তফ্রন্টের শরিক দুই দল মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ও আসম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) যুক্তফ্রন্ট ছেড়ে যায়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here